Saturday, 21 Apr 2018

পেপ কি পারবেন কন্তের ৩-৪-৩ রহস্য ভেদ করতে?

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে ঘরের মাঠ ইত্তিহাদে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

লীগ টেবিলে ৩ নম্বরে অবস্থান করছে গার্দিওয়ালার ম্যান সিটি। লীগে সর্বশেষ ম্যাচে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর জোড়া গোলের কল্যাণে বার্নলির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে তারা। বিগত কয়েক ম্যাচে চেলসির বিপক্ষেও দারুণ উজ্জ্বল এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ব্লুজ দের বিপক্ষে গত ২ ম্যাচে ৪ গোল এরই প্রমাণ। এছাড়া সিটি শিবিরে ডি ব্রুইনে, সিলভা, তোরের মতো তারকাও রয়েছেন। ইত্তিহাদে তাই ম্যাচটি জিততেই চাইবেন পেপ গার্দিওলা।

প্রিমিয়ার লীগে টানা ৭ ম্যাচ জয়ে রীতিমতো উড়ছে কন্তের চেলসি। এই ৭ ম্যাচে মোটে ১ বার নিজেদের জালে গোল হজম করেছে ব্লুজ রা। তাছাড়া চেলসি ম্যানেজার অ্যান্তনিও কন্তের ৩-৪-৩ ফর্মেশন এর রহস্য এখনো কেউ ভেদ করতে পারে নি। বেলজিয়ান উইংগার ইডেন হ্যাজার্ড, স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তাও আছেন দুর্দান্ত ফর্মে। এছাড়া ভিক্টর মোজেস, পেদ্রো, কান্তে ইনারাও বেশ ভালো ছন্দেই আছেন। ম্যাচটি সিটির মাঠে হলেও ছেড়ে কথা বলবে না চেলসিও।
#টিম_নিউজঃ দুই শিবিরেই নেই তেমন কোন বড় ইঞ্জুরি শংকা।

#সম্ভাব্য_একাদশঃ
সিটি ( ৪-২-৩-১) : ব্রাভো, ওতামেন্দি, স্টোন্স, জাবালেতা, ক্লিসি, তোরে, ফার্নান্দিনহো, ডি ব্রুইনে, সিলভা, স্টার্লিং, আগুয়েরো।চেলসি ( ৩-৪-৩ ) : কুর্তোয়া, লুইজ, ক্যাহিল, অ্যাজপিলিকুয়েতা, কান্তে, ম্যাটিচ, মোজেস, আলোন্সো, পেদ্রো, হ্যাজার্ড, কস্তা।
#প্রেডিকশন: সিটি ১-১ চেলসি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *